রাজনৈতিক কর্মীদের চাকরবাকরের গুণাবলীও নেই: জাফরুল্লাহ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ : কিছু রাজনৈতিক কর্মীদের চাকরবাকরের গুণাবলীও নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‌‌‌‘আমার সাম্প্রতিক বক্তব্যে কিছু রাজনৈতিক স্নেহাস্পদ ব্যক্তি মনঃক্ষুণ্ন হয়েছেন। তাদের চাকরবাকরের সঙ্গে তুলনা করেছি। আমি চাকরবাকরের কাছে ক্ষমা চাইছি। কারণ, এসব রাজনৈতিক কর্মীদের চাকরবাকরের গুণাবলীও নেই। তাদের না কব্জিতে জোর আছে, না মাথা ঘুরাবার অধিকার আছে। চাকরবাকরদের অত্যাচার করার একপর্যায়ে তারা চাকরি ছেড়ে চলে যায়। এই রাজনৈতিক কর্মীদের সে ক্ষমতা বা অধিকার নেই।’

বিএনপিকে উদ্দেশ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘‌আমি তারেকের বদলে জাইমাকে ক্ষমতা দিতে বলিনি। আমি বলছি, তাকে রাজনীতি শিখতে দেন। সে তরুণ আছে, তাকে রাজপথে আসতে বলেন। রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে রাজপথে হাঁটতে হয়।’

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‌‘বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়নি।’

এ সময় আসিফ নজরুল সম্পর্কে তিনি বলেন, ‌‘পৃথিবীর জ্ঞানী-গুনীদের নাম খুঁজে বেড়ালে আসিফ নজরুলের নাম পাওয়া যাবে। আসিফ নজরুলের কক্ষে তালা লাগানো যাবে, কিন্তু মুখে তালা লাগানো যাবে না। আসিফ নজরুলের জ্ঞানের আধারে তালা লাগানো যাবে না। পৃথিবীর যেকোনও বিশ্ববিদ্যালয় আসিফ নজরুলকে অধ্যাপককে হিসেবে পেলে গর্বিত হবে। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাক্কারজনক ঘটনা—তার কক্ষে তালা লাগানো হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের সমন্বয় জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলসহ অনেকে।