ইংরেজি নববর্ষে কক্সবাজারে বিচ কার্নিভ্যাল

SHARE

1067পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সাজছে নতুন করে৷ ইংরেজি নববর্ষে কক্সবাজারসহ বাংলাদেশের পর্যটন শিল্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে মেগা বিচ কার্নিভ্যাল। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি তিন দিনব্যাপি মেলায় নতুন করে সাজবে কক্সবাজারের সমুদ্র সৈকত৷

আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে বিচ কার্নিভ্যালের উদ্বোধন হবে সকাল ১০টায়৷ তিন দিনের এই আয়োজনে দেশের সেরা শিল্পীদের গান, স্থানীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠির মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, নৃত্য পরিবেশনা, আতশবাজিসহ নানান আয়োজন থাকবে৷ পুরো সৈকত সাজবে বর্নীল রঙে৷

মেলায় বিভিন্ন অনুষঙ্গের মধ্যে থাকছে বর্ণীল খাবারের প্রদর্শনী, লোক শিল্পের পসরা, সারাদেশের পর্যটন আকর্ষনগুলোকে তুলে ধরার আলাদা আয়োজন, ঘুড়ি উৎসব, প্রদর্শনী, বিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্ফিং, বালুর ভাষ্কর্য তৈরি, আলোকচিত্র প্রদর্শনীসহ নানান আয়োজন৷ কার্নিভ্যালে পুরো বিচ এলাকা সাজবে নতুন রূপে৷সেই সঙ্গে সৈকত পরিচ্ছন্ন রাখার মতো বিশেষ সচেনতামূলক কর্মসূচিও থাকবে কার্নিভ্যালে৷

বিচ কার্নিভ্যালে ১০ লাখ লোক সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা৷ অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে আছে গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড৷

বিচ কার্নিভ্যালের আয়োজন করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন৷ বিচ কার্নিভ্যালে পৃষ্ঠপোষকতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।