দিল্লিতে বিএসএফের বিমান বিধ্বস্ত : নিহত ৪

SHARE
1057ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে দিল্লি বিমানবন্দরের কাছে একটি দেয়ালে বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দিল্লি বিমানবন্দর থেকে বিমানটি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে উড্ডয়েনের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। রাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করা ওই বিমানে বিএসএফের তিন কর্মকর্তাসহ আরো ১০ যাত্রী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, বিমানটি দিল্লি বিমান বন্দরের কাছে একটি দেয়ালে বিধ্বস্ত হয়। পরে একটি সেপটিক ট্যাংকে আঘাত হানে বিমানটি। বিএসএফের ওই বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিমানটি ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীরা ব্যবহার করতেন। ঘটনাস্থলে এক ডজনেরও বেশি দমকল ইঞ্জিন পৌঁছেছে।