নিজস্ব সাইবার গ্রুপ ছিল হেলেনা জাহাঙ্গীরের: র‌্যাব

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শনিবার, ৩১ জুলাই ২০২১ : আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের ছিল নিজস্ব সাইবার টিম। যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রচারণা চালাতো। কেউ তাকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করলে তাদের ঘায়েল করার দায়িত্ব ছিল এই সাইবার টিমের।

শনিবার (৩১ জুলাই) র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, এর সবই পরিকল্পিত। যেখানে কোনো সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। হেলেনা জাহাঙ্গীর ১৫-২০ জনের সাইবার টিম ব্যবহার করে অনলাইনে নিজের প্রচারণা চালাতেন। কেউ কোনো নেতিবাচক মন্তব্য করলে তাদের ঘায়েল করার দায়িত্ব ছিল সাইবার টিমের।

খন্দকার আল মঈন আরও বলেন, হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা ফাউন্ডেশনের নামে মানুষকে জিম্মি করে চাঁদা সংগ্রহ করতেন। এ ছাড়া জয়যাত্রা টিভির মাধ্যমে দেশ-বিদেশে প্রতিনিধি নিয়োগের নামে বেতনের পরিবর্তে নিয়োগকৃতদের কাছ থেকে চাঁদা নিতেন তিনি।

তিনি জানান, হেলেনা জাহাঙ্গীরের বৈধ সম্পত্তির মাঝে নারায়ণগঞ্জে ৫টি গার্মেন্টস রয়েছে। পাশাপাশি মিরপুর, গুলশান ও উত্তরায় রয়েছে ১৫-১৬টি ফ্ল্যাট। এ ছাড়াও ৭-৮টি সংগঠন আর ১৫-১৬টি ক্লাবের সঙ্গে জড়িত আছেন।

ত্রাণ বিতরণের জন্য ‘পল্লী মাতা’ এবং চাকরির সুযোগ করে দেয়ায় ‘মাদার তেরেসা’ নামের দুটি উপাধি নিয়ে তা প্রচারের জন্য সাইবার টিমকে কাজে লাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকার জন্য এবং হেলেনা জাহাঙ্গীরের উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তার এই সাইবার টিম কাজ করতো।