চট্টগ্রাম সিটি নির্বাচন: প্রতিশ্রুতির পাল্লা ভারী হচ্ছে মেয়র প্রার্থীদের (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,১২ জানুয়ারি ২০২১ : চট্টগ্রামের বড় সমস্যা জলাবদ্ধতা। আর সেটা নিরসনের প্রতিশ্রুতি দিয়েই সিটি নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। গণসংযোগ করে চাচ্ছেন দলীয় প্রতীকে ভোট। মাঠ সরগরম রেখে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে নগরীর বহদ্দারহাটে লিফলেট বিতরণ করেন গণসংযোগ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। চান নৌকা মার্কায় ভোট। এর আগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। মেয়র নির্বাচিত হলে প্রতিশ্রুতি দেন জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারের। এ সময় নৌকার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নির্বাচনী মাঠ।

স্লোগান ও করতালিতে মুখর চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি শিবিরও। নগরীর আমবাগান থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পোস্টার নিয়ে মিছিলে অংশ নেন শত শত নেতাকর্মী। চান ধানের শীর্ষে ভোট।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটার ১৯ লাখের বেশি। ২৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে ইভিএমে।