বেনাপোল মাতালেন নকুল কুমার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বেনাপোল (যশোর) প্রতিনিধি,১৭ ডিসেম্বর : আসলেন এই হাটে, পা রাখলেন মঞ্চে, গাইলেন অনেক স্মরণীয় গান। হাজারো দর্শক শ্রোতাকে মাতালেন তার মধুর সুরে। কিংবদন্তীতুল্য সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস আজ বুধবার বিজয় দিবসের দিনে মাতিয়ে তুলেছিলেন বেনাপোল জনপদের শীতের দুপুর।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের মালিকানায় গড়ে ওঠা বেনাপোলে সর্বাধুনিক মার্কেট ‘নিত্য হাট’-এর উদ্বোধন উৎসব উপলক্ষে সুদূর ঢাকা থেকে তিনি এসেছিলেন এই সীমান্তের জনপদে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু মনোমুগ্ধকর পরিবেশে তার সঙ্গীত উপভোগ করেন। উৎসুক শিশু, নারী, পুরুষ, বৃদ্ধদের এই মিলন মেলায় তিনি সুরের আবহে সবাইকে ভাসিয়ে দিলেন আনন্দের বন্যায়। গাইলেন একের পর ‘এক টাকারে টাকা’, ‘চাচায় চা চায়, চাচী চেচায়’, ‘বিয়া করলাম ক্যান’ এরকম আরও সব অসাধারণ লোক মাতানো গান।

তবে শুরুতেই তিনি মহান স্বাধীনতার স্মরণে সঙ্গীত পরিবেশন করেন। নিত্য হাট নিয়েও তিনি একটি স্বরচিত ও সুরারোপিত সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।