কুমিল্লা-বরিশাল দলের সম্ভাব্য একাদশ

SHARE

828কে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের চ্যাম্পিয়ন। সেই হিসাব মেলাতে এখন একটি মাত্র ম্যাচ বাকি। মঙ্গলবার সেই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল বুলস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে  সন্ধ্যা সাড়ে ৬ টায়।

পরিসংখ্যানের বিচারে এখন পর্যন্ত সমানে সমান দুই দল। গ্রুপ পর্বে দুই দলই ১০ ম্যাচ খেলে সমান সংখ্যক ৭টি করে জয় তুলে নিয়েছিল। তবে রানরেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগ পর্বের দুই বারের মোকাবেলায় বরিশাল বুলসকে সহজেই হারিয়েছিল কুমিল্লা। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে ৮৯ রানে অলআউট করে ৮ উইকেটের জয় তুলে নিয়েছিল মাশরাফিরা। পরের ম্যাচেও প্রায় একই গল্প। ১০৫ রানে বরিশালকে অলআউট করে দিয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় কুমিল্লা।

কুমিল্লার বিপক্ষে গ্রুপ পর্বে দুই ম্যাচে হারলেও এবার শক্তির বিবেচনায় অনন্য বরিশাল বুলস। ফর্মে ফিরেছেন দলের সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। এছাড়া অভিজ্ঞ শাহরিয়ার নাফিসও ছন্দ ফিরে পেয়েছেন। এছাড়া দারুণ খেলছেন দলের বিদেশি ব্যাটসম্যানরা। তবে ব্যাটিংয়ের চেয়ে বোলিং বিভাগে দারুণ সফল তারা। দুর্দান্ত ফর্মে রয়েছেন পেসার আল-আমিন হোসেন। একমাত্র হ্যাটট্রিকটিও তার করা। দারুণ ছন্দে রয়েছেন কেভন কুপার। আবু হায়দারের পরেই ২০টি উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলারের তালিকায় রয়েছেন এই ক্যারিবিয়ান। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ হিসেবি বোলিং করছেন পাকিস্তানি মোহাম্মদ সামি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, মাহমুদুল হাসান অলক কাপালি, আবু হায়দার, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, নুয়ান কুলাসেকেরা, আশহার জাইদি।

বরিশাল বুলস সম্ভাব্য একাদশ :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মোহাম্মদ সামি, মেহেদী মারুফ, রনি তালুকদার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, কেভিন কুপার, শাহরিয়ার নাফিস, তাইজুল ইসলাম, রায়াদ ইমরিত, সেকুগে প্রসন্ন