মানবপাচারের অভিযোগে কাজী শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে অনুসন্ধান শেষের দিকে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৯ অক্টোবর : মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে বন্দি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান শেষের দিকে বলে জানান তিনি।
পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে গত ৬ জুন মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েত পুলিশ। এরপর তার সম্পর্কে অনুসন্ধানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সংস্থার প্রধান ব্যারিস্টার মাহাবুবুর রহমান জানাচ্ছেন, অনুসন্ধান শেষে শিগগিরই এমপি পাপুলের বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহাবুবুর রহমান বলেন, আমাদেরকে প্রায় ২২টা জায়গা থেকে রিপোর্ট আনতে হয়। এরপর কম্পাইল করে সিদ্ধান্তে আসতে হয়। এজন্য প্রতিবেদন জমা দিতে সময় লাগছে।