প্যারিসে শিক্ষকের ওপর ফের আইএসের হামলা

SHARE

804ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলের একটি স্কুলে একজন শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে ওই হামলার সময় হামলাকারীকে এটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলা বলে চিৎকার করতে শোনা যায়। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলের অবারভিলিয়াস এলাকার একটি স্কুলে ওই শিক্ষক ক্লাস নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ওই হামলাকারী মুখোশ পরিহিত অবস্থায় ক্লাসরুমে ঢুকে পড়ে। হামলাকারীর কাছে কোনো অস্ত্র ছিল না। তবে ক্লাসরুমে পাওয়া অস্ত্র দিয়ে ওই শিক্ষকের গলায় ছুরিকাঘাত করে হামলাকারী।

পুলিশ বলছে, ওই শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক নয়। প্যারিসের একজন পাবলিক প্রসিকিউটর বলেন, হামলাকারী ওই সময় এটি আইএসের হামলা, এটি হুঁশিয়ারি বলে চিৎকার করেন। এ ঘটনার পরে হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে একযোগে আইএসের হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর দেশটিতে এখনো সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এর মাঝেই সোমবার এ হামলার ঘটনা ঘটলো।