বুদ্ধিজীবীদের সঠিক তালিকা চান শমী কায়সার

SHARE

727শহীদ সাংবাদিক শহিদুল্লাহ কায়সারের মেয়ে ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশের দাবি জানান। একইসঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক তালিকা এখনো প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রোববার বেলা সোয়া ১১ টায় বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের সেমিনার কক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এ দাবি জানান।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ।

ক্ষোভ প্রকাশ করে শমী কায়সার বলেন, রাজাকারদের গাড়িতে পতাকা দেখে রাগ করেই গণমাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিলাম। তবে যখন দেখেছি মানবতাবিরোধীদের বিচার হচ্ছে তখন প্রকাশ্যে এসে কথা বলা শুরু করেছি।

তিনি আরো বলেন, চিহ্নিত মানবতাবিরোধীদেরকে আমরা সবাই চিনি। এদের যে যেখানে আছে তাদেরকে আটক করে বিচারের আওতায় আনতে হবে।

শমী কায়সার বলেন, মানবতাবিরোধীদের বিচার শেষ হলে আদর্শ ও চিন্তার যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে যাতে জয়লাভ করতে পারি সেজন্য নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক বইটি পৌঁছে দিতে হবে।