মিয়ানমার থেকে দেশে ফিরেছে ৪৮ বাংলাদেশি

SHARE

449মালয়েশিয়ায় অবৈধভাবে যাওয়ার পথে মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া ৪৮ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে বিজিপি। এ নিয়ে সপ্তম দফায় ৪৮ জনসহ মোট ৭৭৭ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হলো। বুধবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়।

পতাকা বৈঠক শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বিজিবি সূত্র জানায়, দুপুর ১২টা ১০মিনিটে বিজিবির এক প্রতিনিধি দল ঢেকবুনিয়াস্থ বিজিপির সঙ্গে পতাকা বৈঠকে মিলিত হয়। বিজিবির ২০ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল­াহ সরকার ও বিজিপির পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশনের ডিপুটি ডাইরেক্টর মি. সু-নাইন। বাংলাদেশি প্রতিনিধি দলে সঙ্গে ছিলেন কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মো. আমিনুল ইসলাম এবং কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা প্রশাসনের নেতৃবৃন্দ।