
আজ শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কথাগুলো বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন তিনিই পাবেন, যে জরিপে এগিয়ে আছেন। প্রতি ৬মাস পর পর জরিপ হচ্ছে এবং সে জরিপের রিপোর্টের ওপর ভিত্তি করে মনোনয়ন দেওয়া হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদকরা।