কাদা মাখা গাড়ি দেখলেই জরিমানা

SHARE

417শহরের ভাবমূর্তি উন্নত করতে উদগ্রীব হয়ে পড়েছেন চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরের নগরকর্তারা। আর তার প্রথম পদক্ষেপ শুরু হতে চলছে শহরের গাড়ি চালকদের ওপর। গাড়ির গায়ে বা চাকায় কোনো কাদা থাকলে জরিমানা করা হচ্ছে। খবর-বিবিসি`র।

নতুন এই নিয়ম অনুযায়ী গাড়ির গায়ে বা চাকায় কোনো কাদা থাকলেও জায়গায় ১০০ ইউয়ান (১৬ মার্কিন ডলার) জরিমানা করা হচ্ছে। একইসঙ্গে গাড়ির নম্বর প্লেট ধুলো-কাদায় অস্পষ্ট দেখা না গেলে জরিমানার পরিমাণ আরও বাড়বে। শুধু জরিমানাই নয়, সঙ্গে ঐ ময়লা-কাদাও পরিষ্কার করতে হচ্ছে চালকদের।

এছাড়া গাড়িতে কোথাও ভাঙাচোরা থাকলে বা রং চটে গেলে জরিমানা হবে কয়েক গুণ। এই জরিমানা ৫০০ ইউয়ান থেকে ২০০০ ইউয়ান পর্যন্ত গড়াচ্ছে। তবে বৃষ্টি বা তুষারপাতের কারণে কাদা লাগলে মাফ করা হচ্ছে।

নগর কর্তারা বলছেন, অপরিচ্ছন্ন, ভাঙাচোরা বা রঙচটা গাড়ির কারণে শহরের চেহারা নষ্ট হচ্ছে।

তবে ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোতে নানজিংয়ের নগর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে বহু মানুষ সমালোচনায় মুখর।