মুসলিম বৈষম্য তিনগুণ বেড়েছে অস্ট্রেলিয়ায়

SHARE

371অস্ট্রেলিয়ায় অমুসলিমদের তুলনায় প্রায় তিনগুণ বেশি বৈষম্যের শিকার হচ্ছেন দেশটিতে বসবাসকারী মুসলিমরা। একই সঙ্গে তারা মুখোমুখি হচ্ছেন নানা ধরনের ধর্মীয় অসহিষ্ণুতারও। অস্ট্রেলিয়ায় মুসলিমদের ওপর চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

জরিপে অংশ নেয়া মুসলিমদের ৬০ ভাগ বলেছেন, কোনো না কোনো ভাবে ইসলামোফোবিয়া বা ইসলামভীতির অভিজ্ঞতা তাদের হয়েছে। সিডনিতে ইসলামের ওপর আয়োজিত এক সম্মেলনে গবেষকরা বলেন, এ ধরনের বৈষম্য অব্যাহত থাকলে অল্পবয়সী মুসলিম ছেলেমেয়েরা খুব সহজেই চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে।

তবে শতকরা ৮৫ ভাগেরও বেশি উত্তরদাতা এরপরেও মনে করেন, অস্ট্রেলিয়ায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। প্রায় ৬০০ লোকের ওপর ওই জরিপটি পরিচালনা করেছে ওয়েস্টার্ন সিডনি ও চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় ও ইসলামিক সায়েন্সেস অ্যান্ড রিসার্চ একাডেমি।

গবেষক অধ্যাপক কেভিন ডান বলেন, অন্যান্য সমীক্ষার সঙ্গে এই জরিপের সামঞ্জস্য আছে। কেননা অন্যান্য গবেষণাতেও অস্ট্রেলিয়াতে ইসলামভীতি অত্যন্ত প্রবল হিসেবে উঠে এসেছে।