রুশ পাইলটের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু

SHARE

339সিরিয়া সীমান্তে গত সপ্তাহে তুর্কি বাহিনীর ভূপাতিত করা রুশ যুদ্ধবিমানের পাইলটের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু জানিয়েছেন, মস্কোর অনুরোধে ওই পাইলটের মৃতদেহ রাশিয়ার কাছে হস্তান্তর করা হবে। খবর রয়টার্স।

গত মঙ্গলবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি যুদ্ধবিমানে গুল চালিয়ে ভূপাতিত করে তুরস্ক। তবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে মস্কো। এ ঘটনার পর দুই দেশের মাঝে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

বিমান ভূপাতিত করার জবাবে তুরস্কের ওপর ইতোমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এছাড়া তুরস্ক ভ্রমণ না করতে রুশ নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে। ওই  বিমানের দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিচে নামার সময় মাটি থেকে গুলি ছোড়া হয়।

এ সময় লেফটেন্যান্ট কর্ণেল ওলেগ পেশকভ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিশেষ বাহিনী অভিযান চালিয়ে অপর পাইলট ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখটিনকে উদ্ধার করা হয়।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে দাভুতগলু বলেন, পেশকভের মৃতদেহ রাশিয়ার কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।