ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,এম এইচ বিপ্লব সিকদার মেঘনা থেকে,০৭ নভেম্বর : কুমিল্লার মেঘনা উপজেলায় হেলাল( ৪০) নামের কাপড় ব্যবসায়ীর আত্মহত্যা করেছে। উপজেলার মানিকারচর ইউনিয়নের করিমাবাদ গ্রামে রবিবার ঘটনাটি ঘটে। জানা যায় হেলাল মিয়া দুটি বিয়ে করে, প্রথম সংসারে তিন ছেলে মেয়ে রেখে কয়েক মাস আগে সে আরো একটি বিয়ে করে। ফলে প্রথম স্ত্রী তার সন্তান নিয়ে বাপের বাড়ি উপজেলার ব্রাম্মন চর বসবাস করে সে সন্তানাদি নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছিলো হেলাল তাকে কোন ভরন পোষন না দেয়ায় সম্প্রতি উপজেলার নারী ও শিশু বিষয়ক কার্যালয়ে গিয়েছিলো পরামর্শের জন্য সেখান থেকে হেলালের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন, পড়ে প্রথম স্ত্রী আর যোগাযোগ করেনি। অন্য দিকে ২য় স্ত্রী কে নিয়ে সংসার চলাকালীন সময়ে বিভিন্ন ঝগড়া ঝাটি প্রতিনিয়ত লেগে থাকতো জানায় প্রতিবেশিরা। দু দিন আগে হেলাল প্রথম স্ত্রীর নিকট যায়।সেখান থেকে এসে গত রবিবার কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। গতকাল সোমবার ময়না তদন্তে শেষে লাশ দাফন করা হয়। হত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে,ময়নাতদন্ত ও পুলিশ তদন্তে জানা যাবে। এই ব্যাপারে মেঘনা থানাতে একটি মামলা রুজু করা হয়।