বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান চীনের ব্যবসায়িরা

SHARE

200বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান চীনের ব্যবসায়ীরা। তারা বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এ জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সঙ্গে সমঝোতা চুক্তিও হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাও হোটেলে বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনে এসব বিষয় ওঠে আসে।

দিনব্যাপী আয়োজনটি শুরু হয় সোনারগাঁও হোটেলের সুরমা হলে ভিআইপি সেশনের মধ্য দিয়ে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চীনের ব্যবসায়িরা আমাদের অবকাঠামো, কৃষি, তৈরি পোশাক খাত, সেবা খাত, মৎস্য খাত, বনায়নে ও খাদ্য প্রক্রিয়াতে বিনিয়োগ করতে চান।

তবে এ জন্য বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা চেয়েছেন চীনের ব্যবসায়ীরা।

এরপর শুরু হয় উন্মুক্ত সেশন। যেখানে চীন থেকে আগত ১২০ সদস্যের ব্যবসায়ি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

বৈঠকে পরিকল্পনামন্ত্রি আ হ ম মুস্তফা কামাল ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হাদিম বিপু, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, চায়না বিনিয়োগ কমিটির চেন ইংয়ুসহ চীনের একটি ব্যবসায়ি প্রতিনিধি দল অংশগ্রহন করেন।