(ভিডিও)অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত, বান্দরবানে ব্যবসায়ীকে জরিমানা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,বান্দরবান প্রতিনিধি,বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২ :

বান্দরবানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে বাজারে সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়া। এ সময় অহি এন্টারপ্রাইজ ও নুর জাহান এন্টারপ্রাইজের গুদাম থেকে ১৬টি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

Advertisement

অভিযানে মো. মাহাবুবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা সিলিন্ডারগুলো তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিক্রি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সিন্ডিকেট করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

 

এদিকে, প্রশাসনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তারা। তবে বাজারে গ্যাসের দাম স্থিতিশীল রাখতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

Advertisement

এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি 
বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ

_______________________________________

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বান্দরবানে গ্যাসের কৃত্রিম সংকট নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল 24।

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত, বান্দরবানে ব্যবসায়ীকে জরিমানা