(ভিডিও)মধ্যরাতে উত্তাল ঢাবি, জামায়াত নেতা হত্যার বিচারের দাবি ডাকসু নেতাদের

SHARE

https://www.facebook.com/share/v/1bqsshdQbj/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২ :

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতার হত্যার বিচারের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরদাহ। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে যোগ দিয়ে এ দাবি জানান তারা।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

এর আগে শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা।

 

পরে ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহসিন হল, মল চত্বর হয়ে টিএসসিতে এসে জড়ো হন তারা।

 
এসময় রাজু ভাস্কর্যের সামনে বক্তব্য রাখেন ডাকসুর নেতারা।
 
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ‘খুনী আর চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা ধরে নিবো আপনারা সাংগঠনিকভাবে এসব হত্যাকাণ্ড চালাচ্ছেন।’

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘বিএনপি এখন হয়ে গেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ আর সন্ত্রসীদের আঁতুড়ঘর। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৫ আগস্টের মতোই ছাত্র-জনতা রাস্তায় নেমে আসবে।’
 
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) মারা গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি 
বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ

_______________________________________


এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।