https://youtu.be/2zpEyEu_Sf8?si=YVp4JyLn4gfgp8pz
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাভারের বিরুলিয়া প্রতিনিধি, শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ || মাঘ ১০ ১৪৩২ :
সাভারের বিরুলিয়া ইউনিয়নে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। তবে প্রাইভেটকার চালকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় ডাকাতি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে বিরুলিয়া ইউনিয়নের একটি সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে সড়কের ওপর একটি বড় গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করছে ডাকাত দল। এ সময় চালক গাড়ি না থামিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কৌশলে ডাকাতদের বাধা পেরিয়ে চলে যেতে সক্ষম হন। যাত্রীরাও এ সময় চালককে সাহস ও সহযোগিতা জোগান।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতেরা ডাকাতির চেষ্টা চালিয়েছিল ঠিকই, কিন্তু চালকের দক্ষতায় তারা সফল হতে পারেনি।
পুলিশ আরও জানায়, খবর পাওয়ার পরপরই এলাকায় টহল জোরদার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
এর আগে শুক্রবার রাতে ডাকাতদের এই তৎপরতার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিরুলিয়া ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।



