কক্সবাজারে হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে হতবাক প্রশাসন(ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,কক্সবাজার প্রতিনিধি,শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২ :

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কক্সবাজারের একাধিক হোটেল ও গেস্ট হাউজে অভিযান পরিচালনা করেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত গলিতে এ অভিযান চালানো হয়।

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে পুলিশ, র‍্যাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে চারটি গেস্ট হাউজ থেকে একজন নারী যৌনকর্মীসহ ছয়জন পুরুষকে আটক করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্টরা ভেতর থেকে তালা দিয়ে পালানোর চেষ্টা করলে ম্যাজিস্ট্রেট তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কক্ষগুলো থেকে মাদকদ্রব্য এবং অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি সাংবাদিকদের বলেন, যে হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ সরেজমিনে তার প্রমাণ মিলেছে। অনেকে পালিয়ে গেলেও অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।

Advertisement

এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ

__________________________________________________

পর্যটন নগরীর পরিবেশ ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।