ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিনোদন প্রতিনিধি, মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭ :
সিনেমার প্রিমিয়ারে লালগালিচার ঝলমলে ফ্রেম। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক বিব্রতকর ঘটনা। গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডেকে হঠাৎ পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরলেন এক ভক্ত। এমন পরিস্থিতিতে ব্রিবত, হতবাক ও স্তব্ধ আমেরিকার এ তারকা।
Advertisement
সিঙ্গাপুরে ‘উইকড: ফর গুড’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আইনও ছাড় দেয়নি ভক্তটিকে। অস্ট্রেলিয়ার সেই যুবককে দিয়েছে ৯ দিনের কারাদণ্ড।
গেল ১৩ নভেম্বর সিঙ্গাপুরে ‘উইকড: ফর গুড’-এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। মঞ্চে সহশিল্পীদের সঙ্গে হাঁটছিলেন আরিয়ানা। ঠিক তখনই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন জনসন ওয়েন নামের ২৬ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান নাগরিক। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো ভেন্যু।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ভিডিও ফুটেজে দেখা যায়, আরিয়ানার গলায় ওই ব্যক্তি হাত রাখার সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়েন সহ-অভিনেত্রী সিন্থিয়া এরিভো। নিরাপত্তাকর্মীরাও দ্রুত এসে তাকে সরিয়ে নেন। পুরো ঘটনার পর হতবাক আরিয়ানাকে সান্ত্বনা দেন সহশিল্পীরা। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিকমাধ্যমে।
জানা গেছে, তারকা অনুষ্ঠানে অনুপ্রবেশের ইতিহাস জনসন ওয়েনের নতুন নয়। কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এবারও দুই দফায় প্রবেশের চেষ্টা করায় তাকে আটকে দেয় নিরাপত্তা।
পরদিনই তাকে গ্রেফতার করে সিঙ্গাপুর প্রশাসন। উপদ্রব করার অভিযোগে মামলা হয় তার নামে। এরপর আদালতে দোষ স্বীকার করেন ওয়েন। জানান, আর কখনো এমন করবেন না তিনি।
Advertisement

২০১৭ সালের ম্যানচেস্টার কনসার্ট হামলার পর থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আরও সতর্ক আরিয়ানা গ্র্যান্ডে। তবে এ ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি। এরইমধ্যে ঘনিয়ে এসেছে তার নতুন ফ্যান্টাসিধর্মী মিউজিক্যাল সিনেমা ‘উইকড: ফর গুড’-এর মুক্তি। আগামী ২১ নভেম্বর বিশ্বজুড়ে পর্দায় উঠবে সিনেমাটি।



