(ভিডিও)‘মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না’

SHARE

https://www.facebook.com/share/v/1FqnmvqWLe/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিনোদন  প্রতিনিধি, সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২ :

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুতি নিচ্ছেন যখন, ঠিক তখনই পুরোনো একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি পুরোনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত। লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরোনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

এবার বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে শক্তভাবে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা করে তিনি এক ভিডিও বার্তা শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, ‘যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।’

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

মিথিলাকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়েতাকে সমর্থন করাই আমাদের শক্তি।’

(মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না’)