(ভিডিও)মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত, ট্রেন চলাচল বন্ধ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),ঢাকার ফার্মগেট প্রতিনিধি, রোববার   ২৬ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ১০ ১৪৩২ :

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে ৩৫ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

রবিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, “ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় মেট্রোরেলের ৩৫ নম্বর পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।”

Advertisement

 

তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট থেকে জানা গেছে তার বাড়ি শরীয়তপুর।

এর আগেও গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।