(ভিডিও)বিয়ারিং প্যাড পড়ে হতাহতরা পাবেন ক্ষতিপূরণ, মেট্রোরেলে চাকরি দেয়া হবে পরিবারের সদস্যকে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),ঢাকার ফার্মগেট প্রতিনিধি, রোববার   ২৬ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ১০ ১৪৩২ :

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির। এছাড়া পরিবারের সদস্য কেউ যদি বেকার থাকে তাকে মেট্রোরেলে চাকরি দেয়ার পাশাপাশি ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হবে জানিয়েছেন তিনি।

Advertisement

 

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সামনে ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড পড়ে ১ জন নিহত হন। এছাড়াও এই ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিছে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এ ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি।

এর আগেও গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়েছে।

Advertisement

 

মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যেই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।