ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আন্তর্জাতিক প্রতিনিধি, সোমবার ১৩ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২৮ ১৪৩২ :
Advertisement
সংগঠনটি গত শুক্রবার জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব, ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো ও মধ্যস্থতাকারীদের সঙ্গে ‘গভীর সলাপরামর্শের’ পর এই সিদ্ধান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে এই অগ্রগতি হলো।
এর আগে গত শুক্রবার ট্রাম্প তাঁর মালিকানাধীন ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, হামাসকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে, নাহলে তাদের ‘নরকযন্ত্রণা ভোগ’ করতে হবে।
ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে। এক বিবৃতিতে হামাস বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে উল্লিখিত বন্দিবিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা। তবে এর জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে।
হামাস আরো জানায়, বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে হামাস স্পষ্ট করেছে যে, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার পুরোটায় তাদের সম্মতি নেই। তারা আংশিক পরিকল্পনায় সম্মতি দিয়েছে।
গাজার শাসনভার নিয়ে হামাস স্পষ্ট করেছে, তারা গাজা উপত্যকার শাসনভার এমন একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তর করতে চায়, যা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
গাজা নিয়ে হামাসের ইতিবাচক অবস্থানকে স্বাগত বিশ্বের
গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, কাতার, মিসর, জর্দান, স্পেন, আয়ারল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ। এ ছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) ও ফিলিস্তিন ইসলামিক জিহাদসহ বিভিন্ন সংগঠনও হামাসের প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়েছে। ফলে গাজাবাসীর দীর্ঘদিনের দুর্দশার অবসান ঘটবে বলে মনে করছে তারা।
ইতিবাচক প্রতিক্রিয়ায় ‘বিস্মিত’ নেতানিয়াহু
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বিস্মিত ও হতবাক’ হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা গেছে। এই বিস্ময়ের কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের প্রতিক্রিয়াকে ইতিবাচক দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এবং ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার আলোকে, ইসরায়েল সব জিম্মির মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।
Advertisement
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা প্রেসিডেন্ট ও তাঁর দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাব, যাতে নির্ধারিত নীতিমালা অনুসারে যুদ্ধ শেষ করা যায়, যা ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ সূত্র : আলজাজিরা