(ভিডিও) ১৮ ইঞ্চি তলোয়ার গিলে ফেললেন এক নারী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),নিউইয়র্ক প্রতিনিধি, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ৯ ১৪৩২ :

দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ অনেক অসাধ্য সাধন করেন। নিউইয়র্কের বাসিন্দা ধারালো ছুরি গিলে ফেলার দক্ষতা অর্জন করেছেন। ওই নারীর নাম জিন মিনস্কি। তিনি একজন পেশাদার তলোয়ার গেলা শিল্পী।

 

সম্প্রতি মিনস্কির একটি ভিডির নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা গেছে, মিনস্কি নিমেষেই একটি তলোয়ার গিলে ফেলছেন। তলোয়ার গেলার সময় তার গলার ভেতরের অংশ দেখা যাচ্ছে।দুই বা চার ইঞ্চি লম্বা ছুরি নয় মিনস্কি গিলে ফেলেন ১৮ ইঞ্চি লম্বা তলোয়ার। তলোয়ারটি মুখে প্রবেশ করানোর সময় এন্ডোস্কোপিক দৃশ্যের ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তলোয়ারটি তার গলার নালি পার হয়ে খাদ্যনালিতে প্রবেশ করছে।

Advertisement

 

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা হয়েছিল।

 

ইয়াহু ডটকমের তথ্য, মিনস্কি প্রায় এক দশক ধরে এই সাহসী শিল্পটি চর্চা করছেন। এটি কোনো জাদু নয়, তা প্রমাণ করার জন্য ভিডিওটি তৈরি করেছেন তিনি।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মিনস্কি বলেন, ‘‘একটি প্রদর্শনী করছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এক নারী তার স্বামীকে তলোয়ারটির দিকে ইশারা করে বলছেন, এটা ভাঁজ হয়ে যায়।’’

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

অনেক মানুষের মনেই সন্দেহ ছিলো, মিনস্কি সত্যি সত্যি তলোয়ারটি গিলতে পারেন নাকি জাদু দেখান। এই সন্দেহ দূর করার জন্য ‘ল্যারিঙ্গোস্কোপি’ পদ্ধতিতে ভিডিওটি ধারণ করা সিদ্ধান্ত নেন।

কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যারিঙ্গোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন, ‘‘ল্যারিঙ্গোস্কোপি’ পদ্ধতির মাধ্যমে আমরা পুরো গলা ও স্বরযন্ত্র দেখতে ও রেকর্ড করতে পারি।’’

Advertisement

 

উল্লেখ্য , পিটম্যান শিল্পী মিনস্কির ওপর ‘ল্যারিঙ্গোস্কোপি’ প্রক্রিয়া সম্পন্ন করেন।