ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ৯ ১৪৩২ :

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত
নিউইয়র্ক ইস্যুতে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনও সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লিখেন, ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন—
Advertisement
– একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন।
– একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন।
– রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।
– একজন নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।
– একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না।
– একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোন ভয় ছাড়া।
Advertisement
পোস্টে তিনি আরও লিখেন, আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত