ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ৩১ ১৪৩২ :
দুঃসময় কখনো পূর্বাভাস দিয়ে আসে না। কিন্তু সেই দুঃসময়ই মানুষকে দৃঢ় করে তোলে—এমন অভিজ্ঞতার গল্প শোনালেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন—“পরিস্থিতি মানুষকে বড় করে।”
Advertisement
একটি হত্যাচেষ্টা মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুইদিন কারাগারে থাকার পর ছাড়া পান তিনি। এরপর কেটে গেছে প্রায় চার মাস। ওই বিষয়ে আর কোনো কথা বলেননি। তবে সম্প্রতি যুক্তিরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রচারিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো-তে অতিথি হিসেবে উপস্থিত হন নুসরাত ফারিয়া।
গ্রেপ্তার প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, “এ রকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে কোথাও ভালো খেতে যাওয়া, এই ছোট ছোট জিনিস নিয়ে যে খুশি, তার জীবনে এত জটিলতা! কী করব না করব এগুলো নিয়ে যখন চিন্তা করতে হয় তখন ভীষণ হতাশ হই।”
জায়েদ খানের পাল্টা প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, “আমি মনে করি, এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। আমার মনে হয় পুরো ঘটনাতে আমি অবশ্যই মানসিকভাবে বড় হয়েছি এবং ওইটার (গ্রেপ্তার) পর এটা আমার প্রথম সাক্ষাৎকার। আমি কোথাও কথা বলিনি। এমন না যে আমি কথা বলতে চাইনি। আমি এখনো কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত নই।”
পরিবার ও সবার ভালোবাসার কারণে সংকটময় সময় পার করতে পেরেছেন বলে মনে করেন নুসরাত ফারিয়া। এ অভিনেত্রীর ভাষার, “আমার সঙ্গে যেটা হয়েছে, সেটা অন্য কারো সঙ্গে হতে পারত। তবে আমি ভাগ্যবান। কারণ, আমার কাজের মাধ্যমে গোটা দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। যাদের দোয়া ভালোবাসার কারণে আমি আজকে আপনার (জায়েদ খান) সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবার, বাবা-মা, ভাই-বোন তাদের সবার দোয়া এবং ভালোবাসার কারণে কঠিন সময় পার করতে পেরেছি।”
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
জীবন থেকে পাওয়া শিক্ষার ব্যাখ্যা করে নুসরাত ফারিয়ার বলেন, “ঠিক ১০-১৫ দিন পর থেকে আমি আবার কাজ করা শুরু করেছি। তবে পুরো ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়। অনিশ্চয়তায় ভরা। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। এ জন্য নিজেকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। তুমি যদি সৎ থাকো তাহলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে বিপদের সম্মুখীন করবে, কিন্তু সেই বিপদ থেকে সৃষ্টিকর্তা নিজেই তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবেন। এটা আমার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা।”
নুসরাত ফারিয়া