ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকার আশুলিয়া প্রতিনিধি,সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ৩১ ১৪৩২ :
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকায় ভেতরে থেকে দরজা দেওয়া ঘরে একই পরিবারের তিনজনের মরদেহ পেয়েছে পুলিশ।
Advertisement
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার আবুল হোসেনের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এই পরিবার বাড়িটিতে ভাড়া থাকত।
মৃতরা হলেন রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) ও মেয়ে জামিলা আক্তার (৬)। তারা বগুড়া জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। রুবেলের লাশ পাওয়া যায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকা অবস্থায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান ভূঁইয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। একজনের লাশ ফাঁস লাগানো অবস্থায় ও বাকি দুজনের মরদেহ বিছানার ওপরে পড়ে ছিল। সিআইডির লোকজন আসছেন, তারা এসে আলামত সংগ্রহ করবেন। তদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।”
স্থানীয়রা জানান, সোনিয়া বেগম তার স্বামী-সন্তান নিয়ে আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। রবিবার বিকেলে তাদের সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘‘ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’’