(ভিডিও)তৌহিদ আফ্রিদির বিপদে পাশে নেই দীঘি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫ ||  ভাদ্র ১৪ ১৪৩২ :

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও এখন পুরোদস্তুর চিত্রনায়িকা বনে গেছেন প্রার্থনা ফারদীন দীঘি। এক সময় আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে দীঘির প্রেম নিয়ে তুমুল গুঞ্জন ছিল। মিডিয়াতে চাউর ছিল আফ্রিদি আর দীঘি হয়তো বিয়েও করবেন। তবে দুজনে এই সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত দেখা গেল, রামিসা আল রিসাকে বিয়ে করে আফ্রিদি থিতু হয়েছেন।

Advertisement

আফ্রিদির বিয়ে হওয়াতে একরকম ‘বেঁচে’ গেছেন বলেও মন্তব্য করেছিলেন দীঘি। সেসময় এই দীঘি গণমাধ্যমকে বলেছিলেন, ‘সত্যি সত্যিই তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি। আমি তো বিয়ের পরপরই ওর ফোন ধরে বলছি, যাক বাবা, তুই আমারে বাঁচাইছিস। আফ্রিদিও আমাকে বলছে, আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি। কারণ, আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে।’

তবে হুট করে বন্ধু আফ্রিদির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়াতে দীঘি সেই অনুষ্ঠানে থাকতে পারেননি। 

বর্তমানে আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটরের জীবনে চলছে শনির দশা। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে। এই মামলায় গত সোমবার বিকেলে তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মিডিয়াতে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। এরমধ্যে অন্যতম আফ্রিদির বন্ধু কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। কথিত আছে রাহীর দেওয়া তথ্যের ভিত্তিতেই নাকি বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

Advertisement

তবে তৌহিদ আফ্রিদির এই দু:সময়ে একদম চুপ রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দাবি করা আলোচিত অভিনেত্রী দীঘি। কিছুদিন আগেই তিনি আমেরিকার নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন। এই অভিনেত্রী দেশে ফিরলেও বন্ধু তৌহিদ আফ্রিদির প্রতি সমবেদনা বা দু:খ প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় লিখেননি একটি লাইনও।

অনেকেই বলছেন তৌহিদ আফ্রিদির সঙ্গে দীঘির এই সম্পর্ক তাহলে কি শুধুই বিশেষ কোনো স্বার্থের ছিল? নাকি বন্ধু বলে জাহির করার পেছনে ছিল প্রেম। আর সেই প্রেম ভেঙে যাওয়ার জন্যই দীঘির এই নীরবতা।