https://www.facebook.com/share/p/1ExTaKxrZc/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),স্বদেশ প্রতিদিন পত্রিকার সৌজন্যে, শনিবার ২৩ আগস্ট ২০২৫ || ভাদ্র ৮ ১৪৩২ :
কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে মেঘনার ছাত্র জনতার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।
Advertisement
শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আমির ইসলাম রহিমের সভাপতিত্বে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. নাজমুল হাসান।
তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ২০১৮ সাল থেকে ধারাবাহিক আন্দোলনের ফল। ২০২৪ সালে আন্দোলনের সফল সমাপ্তি ঘটে—যা কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠারও ঐতিহাসিক মাইলফলক।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন শুধু রাজধানীতে সীমাবদ্ধ ছিল না; প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী-যুবসমাজ সক্রিয় ভূমিকা রেখেছে। মেঘনার ছাত্র জনতার সাহসিকতা ও ঐক্য ইতিহাসে স্থান করে নেবে।”
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে নাজমুল হাসান বলেন, “আজকের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা মেঘনার গর্ব। তোমরা শুধু পরীক্ষায় নয়, জীবনে মানুষ হিসেবেও আদর্শ হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রূপমিয়া হোসাইন রাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক ও উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইয়িদ খোকন।
Advertisement
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. কাইয়ুম হাউদ। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
