বালু ব্যবসায়ী ওবায়দুল ফরাজি, ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাদারীপুর সদর প্রতিনিধি,রোববার ০৩ আগস্ট ২০২৫ || শ্রাবণ ১৯ ১৪৩২ :
মাদারীপুর সদর উপজেলার কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় জনতা ড্রেজার মেশিন পুড়িয়ে দিলে চরম উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের চোখ তুলে নেয়ার হুমকি দেন বালু সিন্ডিকেটের অন্যতম নেতা ওবায়দুল ফরাজি। জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক সোহেল শিকদার।
গত শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দী শ্রীনদী গ্রামে কুমার নদে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল একদল বালু ব্যবসায়ী। টের পেয়ে স্থানীয়রা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে ড্রেজার ব্যবসায়ীরা বাল্কহেড নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা অবৈধ ড্রেজারটি আটক করে আগুন ধরিয়ে দেয়।
পরদিন শনিবার (২ আগস্ট) বিকেলে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি সোহেল শিকদার। তিনি শিরখাড়া গ্রামের মো. এসকেন শিকদারের ছেলে।
Advertisement
সোহেল শিকদার জানান, ঘটনার পর রাত দেড়টার দিকে ওবায়দুল ফরাজি ফেসবুক লাইভে এসে আমাকে, স্থানীয় জিয়াউল হক বাবুল খালাসী ও পলাশ খালাসীকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং চোখ তুলে নেয়ার হুমকি দেন। তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় বালু সিন্ডিকেট পরিচালনা করছেন।
স্থানীয়দের অভিযোগ, রায়েরকান্দী শ্রীনদী গ্রামের মাইজ্জা ফরাজীর ছেলে ওবায়দুল ফরাজি কয়েকজনকে সঙ্গে নিয়ে গত ৫ আগস্ট থেকে কুমার নদে নিয়মিতভাবে অবৈধ বালু উত্তোলন করছেন। যদিও তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তবে সেখান থেকেই পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে।
এলাকাবাসীরা আরও অভিযোগ করেন, নদীর পাড় ভাঙনে তাদের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে, অথচ প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানালেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা বলেন, নিজেদের সম্পদ রক্ষায় বাধ্য হয়ে আমরা নিজেরাই রাস্তায় নেমেছি।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুদস্যুরা শ্রীনদী পুলিশ ফাঁড়ির সন্নিকটে কুমার নদে রাতের আঁধারে নির্বিঘ্নে বালু তোলেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হয়।
Advertisement
https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ
এ প্রসঙ্গে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। নিয়মিতভাবে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বালু ব্যবসায়ী ওবায়দুল ফরাজি, ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)