(ভিডিও)শাহবাগে জুলাই আন্দোলনকারী দুই পক্ষের মারামারি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানী শাহবাগ প্রতিনিধি, শনিবার   ০২ আগস্ট ২০২৫ ||  শ্রাবণ ১৮ ১৪৩২ :

শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনকারীদের দুই পক্ষের মারামারি ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।

Advertisement

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

জুলাই সনদের দাবিতে রাস্তা অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছিলেন জুলাই আহত ও নিহতদের পরিবারের সদস্যদের একটি অংশ। পরে সেখানে জুলাই আন্দোলনের আরেকটি পক্ষ এসে তাদেরকে সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। যে পক্ষটি তাদের সরিয়ে দিতে আসে তাদের দাবি, এই আন্দোলন কারীরা ভুয়া জুলাই যোদ্ধা।

এর আগে জুলাই সনদের দাবিতে শুক্রবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল।

 

সকাল থেকেই বৃষ্টির মধ্যে মেট্রোরেলের পিলারের নিচে জুলাই যোদ্ধারা অবস্থান করতে থাকেন। লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে শতাধিক জুলাই যোদ্ধা অবস্থান করেন। অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায়। সড়কে ব্যারিকেড থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

 

শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‍“গতকাল থেকে জুলাই সনদের দাবিতে জুলাই যোদ্ধারা শাহবাগ অবরোধ করে রেখেছিলেন। জুলাই যোদ্ধাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে গেছে। এখন শাহবাগে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‍“জুলাই যোদ্ধা দাবি করে একদল লোক বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল। তাদের বারবার অনুরোধ করেও সরানো যায়নি। শুক্রবার সন্ধ্যায় একই দাবি নিয়ে আরেকটি দল সেখানে আসে। দুই পক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরে শাহবাগ মোড় পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্ত হয়।”

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই যোদ্ধারা।

শাহবাগে জুলাই আন্দোলনকারী দু’পক্ষের মারামারি। ছবি: ভিডিও থেকে নেওয়া