ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিপ্লব সিকদার মেঘনা কুমিল্লা থেকে, শনিবার ০২ আগস্ট ২০২৫ || শ্রাবণ ১৮ ১৪৩২ :
২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লার মেঘনা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক একাধিক ব্রিজ ও সড়ক নির্মাণ ও মেরামতের প্রকল্প প্রস্তাবিত হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ ৯টি ব্রিজের প্রাথমিক সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ৪টি ব্রিজের সয়েল টেস্ট ইতোমধ্যে শেষ হয়েছে। মেঘনা উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খুব শিগগিরই দাপ্তরিক কার্যক্রম শেষে বাস্তবায়ন শুরু হবে।
Advertisement
নির্মাণকাজের আওতায় যেসব ব্রিজ প্রস্তাবিত হয়েছে তার মধ্যে রয়েছে—
১. রামপুর–মোজাফফর আলী কলেজ–বৈদ্যনাথপুর বাজার সড়কে ২০ মিটার দীর্ঘ ব্রিজ (চেইনেজ: ২৮৯ মিটার)
২. ভাওরখোলা ইউপি–গোবিন্দপুর ইউপি (খিরারচক বাজার) সড়কে দুটি ব্রিজ (৩৫ ও ২০ মিটার)
৩. আলগি–চেঙ্গাকান্দি–বটতলা সড়কে ২৫ মিটার ব্রিজ
৪. বালুচর–কুরারঘাট ব্রিজ via ব্রাহ্মণচর নোয়াগাঁও সড়কে ২০ মিটার ব্রিজ
৫. রামপুর–মানিকারচর সড়কে ৪টি ব্রিজ (প্রত্যেকটি ৩০ মিটার দৈর্ঘ্যের; চেইনেজ: ৭৫৫, ২৭৮২, ৫০৯০ ও ৫৪৯০ মিটার)
Advertisement
এরমধ্যে ক্রমিক ৬ থেকে ৯ নম্বর পর্যন্ত চারটি ব্রিজের সয়েল টেস্ট মে ২০২৫ মাসে সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে।
এছাড়া চন্দনপুর ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের Sub Soil Investigation শেষ হয়েছে। শীঘ্রই ভবন নির্মাণকাজও শুরু হবে।
এদিকে, চলতি অর্থবছরেই এলজিইডির মাধ্যমে পাঁচ থেকে সাতটি সড়কের মেরামত কার্যক্রম শুরু হবে। এছাড়া নতুনভাবে নেয়া “কুমিল্লা প্রজেক্ট”-এর আওতায় তিন বছরের মধ্যে প্রায় ৩৪ কিলোমিটার নতুন সড়ক নির্মিত হবে।
প্রকল্পের সারসংক্ষেপ:
নতুন সড়ক উন্নয়ন/পাকা করণ: ২১টি সড়ক – মোট ২২ কিলোমিটার
প্রশস্তকরণ: ২টি সড়ক – ৪ কিলোমিটার
মেরামত কাজ: ২টি সড়ক – ৭.৫ কিলোমিটার
Advertisement
https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ
উল্লেখ্য, এলজিইডির এসব উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতির দাবি জানিয়েছেন।