ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি নান্নু নারায়ণগঞ্জে গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের বন্দর প্রতিনিধি,মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ়  ৩১ ১৪৩২  :

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Advertisement

 

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চার ব্যক্তির একজন নান্নু।

Advertisement

এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেঁতলে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সারা দেশে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। নিহতের বোন বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।

ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চার ব্যক্তির একজন নান্নু