ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পটুয়াখালী পৌর শহরের শহীদ হৃদয় তুরুয়া চত্বর প্রতিনিধি, সোমবার ১৪ জুলাই ২০২৫ || আষাঢ় ৩০ ১৪৩২ :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিএনপি মুজিববাদী ৭২’র সংবিধানকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এখন তারা চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। বিএনপি এখন চাঁদাবাজের দলে রূপ নিয়েছে, সন্ত্রাসের দলে পরিণত হয়েছে।”
Advertisement
তিনি বলেন, “আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না। জনগণের বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয় ।”
সোমবার (১৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে পটুয়াখালী পৌর শহরের শহীদ হৃদয় তুরুয়া চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, মাফিয়া ও দুর্নীতি সিস্টেমের বদল ঘটাতে হবে। তবে, সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। সেই সিস্টেম, সেই দুর্নীতি ও চাঁদাবাজকে আগে আরেকটা দল পাহারা দিতো; এখন নতুন দল পাহারা দিচ্ছে।”
তিনি বলেন, “আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু হাসিনার পতন নয়, সেই সিস্টেম ও দুর্নীতির পতন ঘটাতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে এখন আমরা নেমেছি।”
এনসিপির এই নেতা বলেন, “গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, গণঅভ্যুত্থানের পর সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। আমরা ষড়যন্ত্রের জবাব দেব জনসমর্থনে। আগামী ৩ আগস্ট জুলাই সদন ও জুলাই ঘোষণাপত্র ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আদায় করে ছাড়ব।”
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
পথসভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, শামান্তা শারমিন, খান তালাত মাহমুদ রাফি ও মুজাহিদ শাহীনসহ শীর্ষ নেতারা। এর আগে, সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি পদযাত্রা বের হয়ে পটুয়াখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পটুয়াখালী পৌর শহরের শহীদ হৃদয় তুরুয়া চত্বরে সোমবার দুপুরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম