ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা হাসনাতকে: বিএনপি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),কুমিল্লা প্রতিনিধি,সোমবার   ১৯ মে ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩২ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’- এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি। একই সঙ্গে দলটি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ক্ষমা না চাইলে তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণার কথা বলেছে।

Advertisement

 

সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “এই বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিতও দেয়। তার (হাসনাত আব্দুল্লাহর) অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন।”

 

 

তিনি বলেন, “যদি হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে ক্ষমা না চান এবং বক্তব্য প্রত্যাহার না করেন, তবে কুমিল্লা বিএনপি তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করতে বাধ্য হবে।”

 

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “গত শুক্রবার এক অনুষ্ঠানে হাসনাত যেভাবে বলেছিলেন, ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’, সেটি একটি শিশুসুলভ ও রাজনৈতিকভাবে অপরিপক্ক বক্তব্য। এতে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।”

 

বিএনপির এই নেতা বলেন, “এই কুমিল্লায় ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, কর্নেল আকবর হোসেনের মতো নেতারা রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। এখানকার বিএনপির নেতাকর্মীরা দুর্দিনে রাজপথে থেকেছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন। সেই ইতিহাসকে হাসনাত আব্দুল্লাহ মিথ্যা ও কুৎসিতভাবে উপস্থাপন করেছেন।”

 

Advertisement

সংবাদ সম্মেলনে সেলিম ভূঁইয়া বলেন, “রাজনীতি মানে প্রতিপক্ষকে অসম্মান করা নয়। হাসনাতের বক্তব্যে কেবল কুমিল্লা নয়, দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে।”

তিনি বলেন, “হাসনাত বর্তমানে ‘কিংস পার্টি’ বা ‘রাজার পার্টির’ মুখপাত্র। এই ধরনের ‘ছেলেমানুষ’ নেতাদের মাঠে নামিয়ে সরকার আসলে গণতন্ত্রকে বিভ্রান্ত করছে।”

 

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “সরকার নির্বাচন যত বিলম্বিত করবে, জনগণের আস্থা তত হারাবে। বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। আন্দোলনে কুমিল্লা বিএনপি জুলাই-আগস্ট বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামীতেও রাখবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গত শুক্রবার (১৬ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই সম্মেলন’-এ বক্তব্য রাখেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেখানেই তিনি বলেন, “কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়।”