ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর পল্লবী প্রতিনিধি,শনিবার ১৬ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১ ১৪৩১ :
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অভিযানে বিভিন্ন বাসা বাড়ির প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে হাউজিং মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement

বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে সাভার উপজেলার হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং-এ এই অভিযান পরিচালনা করা হয়।
Advertisement

অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণের নেতৃত্ব দেন জ্বালানি মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিল্টন রায়। প্রায় এক কিলোমিটার এলাকার শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে হাউজিং মালিক মামুন (৬০) কে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল দেওয়া হয়। এসময় জব্দ করা হয় নিম্নমানের পাইপ, রাইজার ও চুলা।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সেখানে অভিযান পরিচালনা হয় এবং একজনকে আটক করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে নগদ অর্থ জরিমানার পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান তিতাস কর্তৃপক্ষ। এলাকাবাসী এসময় রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন জানান।
Advertisement

এসময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌলশী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন,উপ ব্যবস্থাপক আব্দুল মান্নান, আনিসুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



