ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনার ডুমুরিয়া প্রতিনিধি,রোববার,২৮ জানুয়ারি ২০২৪ : খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (২৮) ধর্ষণের অভিযোগ ওঠেছে। উপজেলা চেয়ারম্যান অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার বরেছে। ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement

শনিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার শাহপুরে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন কলেজছাত্রী। তিনি শাহপুর মধুগ্রাম কলেজে পড়েন।
Advertisement

কলেজছাত্রীর ভাই বলেন, ‘ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান আমার বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। শনিবার রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আমার বোনকে আবারও একই অপরাধ করেন।’
Advertisement

তিনি আরও বলেন, মধুগ্রাম কলেজ ও উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় পাশাপাশি হওয়ায় তার বোনের সঙ্গে চেয়ারম্যানের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে মেলামেশা করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। আমি কিছুই জানি না। মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল।’
Advertisement

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। কোনো অভিযোগ আসলে বা মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয় । ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)


