ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২৮ জুন ২০২৩ : দেশের দীর্ঘতম পদ্মা সেতু টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় চার কোটি ৬১ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। সেতু চালুর পর এটিই সর্বোচ্চ টোল আদায়।
Advertisement

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার জানান, গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ হাজার ১৩৭ যান পারাপারে আয় হয়েছে চার কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা। এর আগে সেতু খুলে দেয়ার দিন গত বছরের ২৬ জুন প্রথম সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬ যান পারাপারে আয় আসে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।
Advertisement

গত বছরের ৮ জুলাইয়ে সর্বোচ্চ প্রায় ৪ কোটি ১৯ লাখ টাকার টোল আদায় হয়।
পদ্মা সেতুর টোল আদায় ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে ২৭ জুন পর্যন্ত ৩৬৭ দিনে আদায় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।


