ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিরাজগঞ্জ প্রতিনিধি,রোববার , ২৮ মে ২০২৩ : সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মোতালেব (৩৫) নামে এক মানসিক রোগীর পেটের ভেতর থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসকরা।
Advertisement

শনিবার (২৭ মে) দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনো অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে এ কলমগুলো বের করেন।
আব্দুল মোতালেব শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
Advertisement

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল মোতালেব একজন মানসিক ভারসাম্যহীন। সে বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিল।
Advertisement

পরে স্থানীয়রা তাকে হাসপাতলে নিয়ে আসলে আমরা অপারেশন ছাড়াই এন্ডোসকপির মাধ্যমে তার পেট থেকে সবগুলো কলম বের করতে সক্ষম হই।
আব্দুল মোতালেব বর্তমানে সুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।



