ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার, ২৯ মার্চ ২০২৩ : ছোটপর্দা কিংবা বড়পর্দা, সব মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘পোড়ামন-২’ ও ‘দহন’ এর মতো কয়েকটি ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ অভিনেতা। আজ (২৯ মার্চ) জন্মদিন তার। জীবনের বিশেষ দিনে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে।
Advertisement

এছাড়া বিশেষ দিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে বাদ রাখছেন না। ব্যস্ততার মাঝেও নানা বার্তায় সিক্ত করছেন হালের ক্রেজ অভিনেতা সিয়ামকে। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
Advertisement



নায়ককে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় সিয়াম আহমেদ।’ এছাড়াও ‘অন্তর জ্বালা’র নায়িকা সিয়ামের উদ্দেশে লেখেন, ‘কতো বড় হয়ে গেছি আমরা দেখ।’
Advertisement

প্রসঙ্গত, সিয়াম-পরীমণি জুটি অভিনীত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এরপর তাদের একসঙ্গে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় দেখা যায়। দুটি সিনেমাতেই দারুণ প্রশংসিত হয়েছেন তারা।



