দেশের পথে আনিসুল হকের মরদেহ

SHARE

ansul-haq.abnews24_113321ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০২ ডিসেম্বর : লন্ডনের রিজেন্ট পার্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে গতকাল। জানাজা শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বিমানবন্দরের দিকে রওনা হয়েছেন। লন্ডন থেকে জানিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন।

নাজমুল কাউনাইন বলেন, রিজেন্ট পার্কে বাদ জুমা আনিসুল হকের প্রথম নামাজে জানাজায় তার ভক্ত, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ লন্ডরের প্রবাসী সব মহলের বাঙালি অংশ নেন। জানাজা শেষেই তার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। লন্ডন সময় সাড়ে ৫টা থেকে ৬টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন নাজমুল কাউনাইন।

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান আনিসুল হক।

আজ শনিবার সকালে তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর বিকেল ৩টায় আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। সেখানে বাদ আসর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।