প্রটোকল ভেঙে প্রবাসীদের কাছে ছুটে গেলেন প্রধানমন্ত্রী!

SHARE

pm-hasina2_83667ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৬ জুন :  সুইডেনে প্রটোকল ভেঙে প্রবাসীদের কাছে ছুটে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই আবেগপ্লুত হয়ে পড়েন যে কিছুটা দৌড়ে রাস্তা পার হয়ে তিনি সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের কাছে ছুটে যান। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন প্রবাসীরাও। এ সময় তারা নিজ দেশের প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রী গাড়িবহর নিয়ে সংবর্ধনা স্থল স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে সামনে পৌঁছালে রাস্তার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা করতালি দিয়ে স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী দৌড়ে তাদের কাছে ছুটে যান।

এর আগে গতকাল বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।