ভিজিডির চাল ওজনে কম দেয়ার অভিযোগ, আটক ৪

SHARE

ngaওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,১৬ জুন : ভিজিডির চাল ওজনে কম দেবার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, সচিব তৌহিদুল আলম, ২ নং ওয়ার্ড সদস্য খাইরুল ইসলাম ও চৌকিদার (গ্রাম পুলিশ) জিয়াউর রহমানকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ভিজিডি কর্মসূচীর চাল ওজনে কম দেয়ার অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে ওই চারজনকে গ্রেপ্তার করে।

ওসি জানান, তাদের বিরুদ্ধে কার্ডধারী দুঃস্থ নারীদের মাঝে ৩০ কেজি করে চাল দেবার কথা থাকলেও ৫ কেজি করে কম দেয়ার অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে উপজেলা নির্বার্হী কর্মকর্তার সামনে হাজির করে। সেখানে শুনানী শেষে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা খাতুন বৃহস্পতিবার রাতেই শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়।

ওসি হাবিবুল ইসলাম জানান, মামলার দায়েরের পর অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।