
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাচানী এলাকায় এক সংঘাতের মধ্যে মাহি ও জিয়া গুলি চালান।
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রতিনিধি,বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ || মাঘ ১৫ ১৪৩২ :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পাচানী এলাকায় স্থানীয় সন্ত্রাসী মফিজুল ইসলাম মাহি এবং তার সহযোগী মাইদুল ইসলাম জিয়াকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা গেছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সোনারগাঁও উপজেলার পাচানী এলাকায় এক সংঘাতের মধ্যে মাহি ও জিয়া গুলি চালান। এই দুজনের নাম স্থানীয়দের মুখে মুখে শোনা যায়। সবাই তাদের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে চেনে।
মাহির নামে অস্ত্রের ঝনঝানানির কথা পাচানী এলাকার সবাই কম-বেশি জানে। পাচানীর মৃত দরবেশ আলীর ছেলে মাহির সহযোগী জিয়াও দুর্ধর্ষ অস্ত্রধারী হিসেবে পরিচিত।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এলাকাবাসী জানান, পাচানীর আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই তারা সংঘর্ষে জড়ায়। এক পক্ষের হয়ে মাহি ও জিয়াকে অস্ত্র হাতে সংঘাতে নেতৃত্ব দিতে দেখা যায়।
এই অস্ত্রধারী মাহি ও জিয়া আওয়ামী লীগ নেতা হামিদ গ্রুপের দুর্ধর্ষ সদস্য, যাদেরকে পাচানীর ত্রাস বলা হয়। এই গ্রুপের নামে মামলাও রয়েছে।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
বুধবার সংঘর্ষের সময়ও মাহি ও জিয়া প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার করেছেন। এতে পাচানী এলাকায় আবার আতঙ্ক তৈরি হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, “এই বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। আমরা ভিডিওটির বিষয়ে খোঁজ নিচ্ছি।”



