ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঝিনাইদহ প্রতিনিধি, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ || মাঘ ১২ ১৪৩২ :
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪ সালে হয়েছে বুলেটের বিপ্লব। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে ব্যালট বিপ্লব।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সোমবার (২৬ জানুয়ারি) ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২৪ এ যেমন বিপ্লব করেছেন ২৬ এর তেমনি একটা বিপ্লব করতে হবে৷ আগে হয়েছে বুলেটের বিপ্লব এবার হবে ব্যালট বিপ্লব।’
তিনি বলেন, ‘আমরা কোনো জেলার সঙ্গে সৎ মায়ের ভূমিকায় থাকবো না। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাড়ি দেখে উন্নয়ন করবে না জামায়াত। ক্ষমতায় গেলে ৬৪ জেলায় সমৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলা হবে৷’
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

জামায়াত আমির বলেন, ‘বেটার এডুকেশন ছাড়া বেটার নেশন গড়া সম্ভব না৷ তাই সবার জন্য মানবিক সুশিক্ষা নিশ্চিত করা হবে৷’
তিনি বলেন, ‘যারা আমাদের টাকা চুরি করেছে তাদের পেট থেকে টাকা বের করে আনবো৷ জনগণের টাকা কেউ হজম করতে পারবে না৷’
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
কেউ যদি জনগণের ভোটের ওপর হাত দেয় তাহলে তার হাত অবশ করে দেয়া হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।



