
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে ,মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ || মাঘ ৬ ১৪৩২ :
কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় নৌপথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চাঁদাবাজির সময় এলাকার কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, উপজেলার পারারবন্দ এলাকা থেকে কাশিপুর পর্যন্ত কাঠালিয়া নদীতে চাঁদাবাজিতে জড়িত রয়েছে লক্ষণখোলা গ্রামের নাজির,জুয়েল ও মুগারচর গ্রামের সোহাগ ওরফে পাগাইরা সোহাগ।
স্থানীয় বাসিন্দা জানান, কাঠালিয়া নদীর বিভিন্ন পয়েন্টে নৌযান ও বালুবাহী ট্রলার থেকে নিয়মিতভাবে প্রতিদিন প্রায় অর্ধলক্ষ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নৌপথে।
এ ধরনের অবৈধ আদায়ের ঘটনা চললেও এতদিন তা প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করলেও কোনোভাবেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, ‘নৌপথে কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ আদায় সম্পূর্ণভাবে বেআইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখবো। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংগৃহীত ছবি


