তিতাসে পল্লীরাজ আইডিয়াল স্কুলে ধারাবাহিকভাবে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে: তিতাস থানায় জিডি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,মাসুম চৌধুরী সিনিয়ার ষ্টাফ রিপোর্টার,মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২ :

কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে (বলরামপুর রোডে অবস্থিত) অবস্থিত আধুনিকতার ছোঁয়ায় ও মনোরম পরিবেশে অবস্থিত একটি স্কুল পল্লীরাজ আইডিয়াল স্কুল।

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

প্রতিষ্ঠার পর থেকে বেশ ভালোভাবেই চলছিলো। হঠাৎ অদৃশ্য কালো ছায়ার থাবা পরে প্রতিষ্ঠানটির উপর।
কয়দিন পরপর হতে থাকে চুরি। এ পর্যন্ত ১০-১৫ বার স্কুলটিতে চুরি হয়েছে। কে বা করা করছে তা জানা যাচ্ছে না?

অর্থাৎ ১৭ জানুয়ারি রাতে আবার চুরি হয়। প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানিয়েছেন প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোর।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বিষয়টি কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে। বিষয়টি প্রশাসনসহ এলাকার সচেতন মহলকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।